গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ক্রীড়া পরিদপ্তর
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
জেলা ক্রীড়া অফিস, শেরপুর
নাগরিক সনদ(Citizen's Charter )
ভিশনঃ জেলার জনসাধারনের মধ্যে ক্রীড়া সচেতনতা সৃষ্টি,ক্রীড়া ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন,ক্রীড়া প্রতিভার বিকাশ,অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাধুলায় অংশগ্রহনের সুযোগ সৃষ্টি,দেশজ কৃষ্টি ও সংস্কৃতির সাথে সম্পর্কিত গ্রামীন খেলাধুলার আয়োজন,শিক্ষাঙ্গনে খেলাধুলার চর্চা,মহিলা ক্রীড়ার বিকাশ ঘটানো।
মিশনঃক্রীড়াসূচির মধ্যদিয়ে খেলোয়াড়দের কমসংস্থানের সুযোগ সৃষ্টি,দারিদ্র বিমোচন,নারীর ক্ষমতায়ন,ক্রীড়াক্ষেত্রে সামাজিক নিরাপত্তা সম্প্রসারন,জঙ্গিবাদ নির্মুলে ভুমিকা, মাদকের অপব্যবহার রোধ,স্বাস্থ্য সচেতনতা,পরিবেশ সচেতনতা এবং অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যা বিষয়ে সচেতনতা সৃষ্টি।
২. প্রতিশ্রুত সেবাসমূহঃ ক্রীড়াপুঞ্জী অনুযায়ী ক্রীড়া কর্মসুচি বাস্তবায়ন।
২.১) নাগরিক সেবাঃ জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য, অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের অবসর ভাতা প্রাপ্তির জন্য সুপারিশ।।
২.২) প্রাতিষ্ঠানিক সেবাঃ ক্লাবপ্রতিষ্ঠান/শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকুলে ক্রীড়া সামগ্রী ও আথির্ক অনুদান প্রাপ্তির সুপারিশ।
২.৩) অভ্যন্তরীণ সেবাঃ জেলা প্রশাসনের গৃহীত ক্রীড়া সংশ্লিষ্ট সকল কাযর্ক্রমে সহযোগিতাসহ বিভিন্ন জাতীয় দিবসসমূহে সহায়তা প্রদান।
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তির স্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি(যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্মার পদবি,রুমনম্বর,জেলা/উপজেলার কোড,অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
উর্ধ্বতন কর্মকর্তার পদবি,রুমনম্বর,জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১। |
ক্রীড়াপুঞ্জী অনুযায়ী বার্ষিক ক্রীড়া কর্ম্যুচি বাস্তবায়ন |
০১(এক) মাস |
------ |
------- |
---- |
জেলা ক্রীড়া অফিসার,জেলা কোড-২১০০ ফোন-০২৯৯৭৭৮১৪৯১ ,ইমেইল- dsodhiren@gmail.com |
উপপরিচালক,ক্রীড়া পরিদপ্তর,ঢাকা কোড-২৬৬৫,টেলিফোন-০২ -৯৫৬৯৪৯০ ,ইমেইল- sportsdte@yahoo.com |
২। |
জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য সুপারিশ |
১৫(পনের)দিন |
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত আবেদন ফরম |
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় |
---- |
ঐ |
ঐ |
৩। |
আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদদের অবসর ভাতা প্রদানের জন্য সুপারিশ। |
১৫(পনের)দিন |
ঐ |
ঐ |
---- |
ঐ |
ঐ |
৪। |
ক্রীড়াপ্রতিষ্ঠান/শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামুগ্রী ও আর্থিক অনুদান প্রদানের সুপারিশ। |
১৫(পনের )দিন |
প্রতিষ্ঠানের প্যাডে প্রধান কর্তৃক আবেদন । |
আবেদনকারী প্রতিষ্ঠানের প্যাডে। |
---- |
ঐ |
ঐ |
৫। |
জাতীয় দিবসসমূহ উদযাপনে প্রশাসনকে সহায়তা প্রদান |
--- |
----- |
----- |
---- |
ঐ |
---- |
৬। |
জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় গৃহীত জেলা প্রশাসনের ক্রীড়া সংশ্লিষ্ট সকল কাযক্রমে সহযোগিতা প্রদান। |
--- |
---- |
----- |
---- |
ঐ |
---- |
৭। |
ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সকল কাযর্ক্রম সম্পাদন। |
---- |
নির্দেশনাপত্র পাওয়ার পর। |
----- |
----- |
ঐ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস